thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : আ.লীগ

২০১৪ জানুয়ারি ০৫ ১৬:২১:৫৩
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : আ.লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নিবার্চন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। এ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলেও দাবি করে দলটি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ দলের পক্ষ থেকে সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে চাইলেও সাধারণ মানুষ সব বাধা উপেক্ষা করে ভোট দিতে গিয়েছেন। এ জন্য সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

আইনশৃঙ্খলা বাহিনী, ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারি, প্রসাশনিক দায়িত্বপ্রপ্তরা সব বাধা উপেক্ষা করে দায়িত্ব পালন করায় তাদেরও আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিদেশ থেকে আগত পর্যবেক্ষকরাও নির্বাচনকে সুষ্ঠু বলে মত দিয়েছেন। তাই এ নির্বাচন নিয়ে সন্দেহের কোনো কারণ নেই।’

‘খালেদা জিয়ার গণঅভ্যুত্থান, নির্বাচন বানচাল ও ভোট প্রতিহত করার তিনটি ঘোষণাই ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে’ বলেন তিনি।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘সারাদেশে ১৮,২০৮টি নির্বাচনী কেন্দ্রের মধ্যে মাত্র ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়েছে। এ সব কেন্দ্রে ইতোমধ্যে ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।’

বর্তমান সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে এ নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হয়নি দাবি করে তোফায়েল আহমেদ বলেন, ‘আবারও একাত্তরের চেতনার বিজয় হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, মহীউদ্দীন খান আলমগীর, শাজাহান খান, আহমদ হোসেন, হাছান মাহমুদ, দীপু মনি ও আবদুস সোবহান গোলাপ।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/এসএ/জানুয়ারি ০৫,২০১৪)

নুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর