thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ব্রাহ্মণবাড়ীয়ায় ২ প্রিজাইডিং অফিসার গ্রেফতার

২০১৪ জানুয়ারি ০৫ ১৭:১৭:৩০
ব্রাহ্মণবাড়ীয়ায় ২ প্রিজাইডিং অফিসার গ্রেফতার

ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে লাঙ্গল প্রতীকে সীল মারা ৩০টি ব্যালট পেপারসহ দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেছে সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম শামসুল আলম। গ্রেফতারকৃতরা হলেন, নাসিমা বেগম ও কোহিনূর বেগম।

সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার সরাইল উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রবিবার বেলা সোয়া ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সহাকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম শামসুল আলম দ্য রিপোর্টকে বলেন, ‘সহকারী প্রিজাইডিং অফিসার নাসিমা বেগম ও কোহিনূর বেগমের কাছ থেকে লাঙ্গল প্রতীকে সীল মারা ৩০টি ব্যালট পেপার পাওয়া গেছে। সীল মারা ব্যালট পেপার বহনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।’

এর আগে দুপুর দেড়টার দিকে নিজ হাতে লাঙ্গল প্রতীকে সীল মারার অভিযোগে একই ভোটকেন্দ্র থেকে জুবেদা খাতুন নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল।

(দ্য রিপোর্ট/এএএস/এমসি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর