thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গাজীপুর-৪ আসনে আনোয়ারের নির্বাচন বর্জন

২০১৪ জানুয়ারি ০৫ ১৭:১৯:৪২
গাজীপুর-৪ আসনে আনোয়ারের নির্বাচন বর্জন

গাজীপুর সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে (কাপাসিয়ায়) জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী এম এম আনোয়ার হোসেন বিকাল ৩টায় কাপাসিয়া থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এ সংক্রান্ত একটি আবেদনপত্র ফ্যাক্স করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারী দলের লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে জাতীয় পার্টির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।’ নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যালট পেপারে সীল মারার অভিযোগও করেন তিনি।

প্রার্থী এম এম আনোয়ার নির্বাচন বাতিলেরও দাবি জানান।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমসি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর