thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সিলেটে ভোটকেন্দ্রে হামলার চেষ্টা, বোমার বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ০৫ ১৭:২১:১১

সিলেট অফিস : সিলেট-৪ আসনের জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে বিএনপি-জামায়াতকর্মীরা হামলা ও চকলেট বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তারা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রের পাশে বিএনপি-জামায়াতের কর্মীরা রবিবার বেলা ১টার দিকে হামলা ও চকলেট বোমার বিস্ফোরণ ঘটায়।

জৈন্তাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর উপস্থিতিতেই বিএনপি-জামায়াতকর্মীরা ৫টি চকলেট বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া তারা চলে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দিকে, একই সময়ে গোয়াইনঘাটের তোয়াকুল এলাকায় বিএনপি-জামায়াতকর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। পরে মিছিলকারীরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

বেলা পৌনে ১টায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কিন্ডারগার্টেন ভোট কেন্দ্রে হামলা করেছে বিএনপি-জামায়াতকর্মীরা। পরে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়।

সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা দ্য রিপোর্টকে বলেন, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কিন্ডারগার্টেনে বিএনপি-জামায়াত হামলার চেষ্টা করছিল। এ সময় তারা ভোট কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তারা চলে যায়।

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/জেএম/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর