thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

‘নীলনকশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে মানুষ’

২০১৪ জানুয়ারি ০৫ ১৭:২৩:৩৪
‘নীলনকশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে মানুষ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ নীলনকশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। গুলশান-২ এর নিজ বাসায় রবিবার বিকেলে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় দু’একটি টিভি চ্যানেল ছাড়া আর কাউকে বাসার ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমের কাছ থেকে তার (আবদুল মঈন খান) প্রতিক্রিয়া জানা যায়।

শামীম জানান, বেলা ১২টার পর থেকে জনগণ যে ভোট প্রত্যাখ্যান করেছে তা প্রতীয়মান হয়েছে। ভোটারবিহীন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

তিন থেকে পাঁচ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে দাবি করেন আবদুল মঈন খান।

তিনি অভিযোগ করেন, ‘দুপুর আড়াইটার পর থেকে ক্ষমতাসীন সরকারের লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে কেন্দ্রগুলোতে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ সাড়া দিয়েছে। তারা ভোটকেন্দ্রে যায়নি। ভোটারবিহীন নির্বাচন করে সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে।’

‘দেশি-বিদেশি সংস্থা এ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটাই প্রতীয়মান হয়েছে এই নির্বাচনে’- জানান বিএনপির এই নেতা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/জেএম/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর