thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

যুক্তরাজ্যে স্মরণকালের ভয়াবহ শীতকালীন ঝড়ে বন্যার আশঙ্কা

২০১৪ জানুয়ারি ০৫ ১৭:৪৪:৪১
যুক্তরাজ্যে স্মরণকালের ভয়াবহ শীতকালীন ঝড়ে বন্যার আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যে গত বিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন ঝড়ে ব্যাপক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইংল্যান্ড ও ওয়েলসে ৯৬টি বন্যা সতর্কতা জারি করেছে দেশটির পরিবেশ বিভাগ। সেখানকার অধিবাসীদের দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্যের ২৪৪টি এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টিপাতের ফলে দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে রবিবার সেখানে আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্টি হওয়া আরেকটি ঝড় আঘাত হেনেছে।

আবহাওয়াবিদ ম্যাট ডবসন বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এ ধরনের একটি শক্তিশালী ঝড়ের আঘাত হানার ঘটনা সাধারণত দেখা যায় না। এর আগে ১৯৯১ সালে এ ধরনের ঝড় হয়েছিল।’

দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৪০ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে সেখানকার বেশিরভাগ এলাকায় পানি জমেছে।

এ ঝড়ের প্রভাবে স্কটল্যান্ডের কর্নওয়ালেও বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার ২০০ ঘর-বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এসকে/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর