thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

দশম নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি বিএনপির

২০১৪ জানুয়ারি ০৫ ১৮:১৬:৩৬
দশম নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি বিএনপির

দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে। তিনি বলেছেন, ‘জনগণ দ্বারা প্রত্যাখিত নির্বাচন বাতিল করুন। দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। একইসঙ্গে একতরফা নির্বাচনে প্রত্যাখান করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।’

এই দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের আন্দোলনে জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে।

তিনি বলেন, ‘সরকারের মন্ত্রীদের আহ্বানে জনগণ সাড়া দেয়নি। প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

গুলশানে নিজ বাসভবনে রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার যে আহবান জানিয়েছিলেন, আজ জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখান করেছে। মানুষজন ভোট কেন্দ্রগুলোতে যায় নাই, ভোটও পড়েনি। দেশের মানুষ এর মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। ভোট পড়েছে ৩ শতাংশ।

প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোট এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলো।

ভোটার উপস্থিতিকে নগণ্য উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যমের তথ্যচিত্র এবং সারাদেশে আমরা খোঁজ-খবর নিয়ে দেখেছি, গড়ে তিন থেকে পাঁচ শতাংশ বেশি ভোটার যায়নি। যদি এই ভোটের শতাংশের সরকার মনে করে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে, তা হলে তারা বোকার স্বর্গে বাস করবে।’

ওসমান ফারুক বলেন, ‘আমরা এই প্রহসনের নির্বাচনের ফলাফল মানি না। এই নির্বাচনের ফলাফল অবিলম্বে বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে।’

ভারতের এনডিটিভি‘র সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচন কমিশন বলেছেন, ৬২ শতাংশ ভোট পড়েছে। এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? জবাবে সাবেক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশন একটি পুতুল। ওই কমিশনের এই ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এইরকম একটি নির্বাচনের জন্য বংশবদ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিৎ। ’

ওসমান ফারুক বলেন, ‘বিরোধী দলের ডাকে ভোট বর্জন করার মাধ্যমে জনগণ সরকারের বাকশালী আচরনের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। এই প্রহসনের নির্বাচন দেশের মানুষ প্রত্যাখান করায় সরকার সম্পূর্ণভাবে অবৈধ হয়ে গেছে। এই প্রহসনের নির্বাচনের ফলাফলে নির্দলীয় সরকারের দাবি‘র আন্দোলন আরো সুদূঢ় হয়েছে বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলে দিতে চাই, প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে সংলাপে বসুন। আপনারা পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন। জাতিকে সংঘাত ও অনিশ্চয়তার অন্ধকার থেকে শান্তির পথে আসতে সহায়তা করুন। অন্যথায় ইতিহাস আপনাদের কোনদিনই ক্ষমতা করবে না।’

ওসমান ফারুক বলেন, ‘সরকার বলেছে, এই নির্বাচনে শৈত্যপ্রবাহের জন্য পর্যাপ্ত ভোটার আসতে পারিনি। আমরা বলতে চাই, ভোটারবিহীন নির্বাচনে শৈত্যপ্রবাহে এই মৃত সরকারকে জনগণ হিমাগারে পাঠিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গুন্ডাবাহিনীর ওপর নির্ভর করে তারা টিকে আছে। এই গণবিচ্ছিন্ন সরকারের পতন অনিবার্য।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/ এমডি/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর