thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিউ ইয়র্কে গাঁজা সেবনের আইন শিথিল হচ্ছে

২০১৪ জানুয়ারি ০৫ ১৮:৫৮:৪২
নিউ ইয়র্কে গাঁজা সেবনের আইন শিথিল হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাঁজা সেবন সংক্রান্ত আইন শিথিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মারাত্মক অসুস্থদের সীমিত মাত্রায় গাঁজা সেবনের অনুমতি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানা গেছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো চলতি সপ্তাহেই এ ব্যাপারে ঘোষণা দিতে যাচ্ছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসা ক্ষেত্রে গাঁজা সেবনের বৈধতা দেওয়ার বিরোধিতা করে আসছিলেন।

অবশ্য যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে এরই মধ্যে সীমিত পর্যায়ে গাঁজা সেবনের বৈধতা দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার কলোরাডো যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজা বিক্রি বৈধ করে।

তবে ক্যালিফোর্নিয়া ও কলোরাডোর চেয়ে নিউ ইয়র্কের গাঁজা বিক্রির নীতিমালা আরও কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালের শেষের দিকে ওয়াশিংটনেও গাঁজা বিক্রি বৈধ করা হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন ফেডারেল আইনানুযায়ী গাঁজা বিক্রি এখনও অবৈধ। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর