thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

দ্রুত সংলাপ শেষ করার আহবান ১৪ দলের

‘ঘোমটা খুলে পরাজিত শক্তির পক্ষে নেমেছেন খালেদা’

২০১৩ অক্টোবর ২৮ ১৭:৪৩:৫৫
‘ঘোমটা খুলে পরাজিত শক্তির পক্ষে নেমেছেন খালেদা’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তিনি ঘোমটা খুলে পরাজিত শক্তির পক্ষে নেমেছে, তাদের বাঁচাতে চান তিনি।’ সোমবার দুপুরে ধানমন্ডির দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘১৪ দলীয় জোটের লড়াই এই অপশক্তির বিরুদ্ধে। সামনের লড়াই শুধু নির্বাচনের নয়, স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধেও।’

সভায় সংলাপের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ১৪ দলের পক্ষ থেকে দ্রুত সংলাপ শেষ করার আহবান জানানো হয়। এছাড়া ১ নভেম্বর বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ দেশব্যাপী সভা-সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

নাসিম বলেন, ‘জোট মনে করে প্রধানমন্ত্রী একটি প্রত্যাশিত উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সংলাপের পক্ষে। ১৪ দল মনে করে দ্রুত এ সংলাপ শেষ হওয়া দরকার।’

তিনি বলেন, ‘সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকারের প্রক্রিয়া দ্রুত শেষ করা দরকার।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘দ্রুত নির্বাচনের প্রস্তুতি শুরু করুন। ১৪ দল মনে করে, বিএনপি-জামায়াত-হেফাজত সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বোমাবাজি-নৈরাজ্য করছে।’

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন যথাসময়েই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবে।

১৪ দলের মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন। কিন্তু তার কাছ থেকে আন্তরিকতা লক্ষ্য করা যায়নি। তিনি প্রধানমন্ত্রীর কথা না রেখে হরতাল-নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন। হরতালে দেশব্যাপী সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। মিডিয়ার অফিসে হামলা হয়েছে। তারা হরতালের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

নাসিম এ সময় দেশের বিভিন্ন স্থানে নিজ দলের তিন নেতার মৃত্যু এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান।

‘পরীক্ষা থাকা সত্ত্বেও অহেতুক হরতাল ডেকে শিক্ষার্থীদের পড়াশুনা বিঘ্ন ঘটানো হচ্ছে’- অভিযোগ করে নাসিম শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণী ও পেশার মানুষকে বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ‘অশুভশক্তির’ বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান।

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আসলেই আলোচনা হবে কিনা?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন, ‘জামায়াতকে নয়। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই উঠে না।’

সভায় উপস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবিদকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিরোধীদলকে এখন আলোচনায় সাড়া দেওয়া দরকার। আমরা সবসময় আলোচনার জন্য রাজি। তবে, উদ্যোগটা এখন তাদেরই নিতে হবে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘একটা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা চলছে। এরপরও আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান হোক। কিন্তু মনে হয়, তারা শান্তি চায় না।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দেওয়ান শফিউল আরেফিন, এনামুল হক শামীম, ফজলে হোসেন বাদশা, শরীফ নুরুল আম্বিয়া, এসকে শিকদার, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এ/এমএআর/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর