thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

সংস্কৃতি অঙ্গনে ভোট দেওয়া, না দেওয়া

২০১৪ জানুয়ারি ০৫ ১৯:১২:২৮
সংস্কৃতি অঙ্গনে ভোট দেওয়া, না দেওয়া

ইসহাক ফারুকী, দ্য রিপোর্ট : বিকাল চারটায় শেষ হয়েছে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশের অন্যান্য অঙ্গনের মতো সংস্কৃতি অঙ্গনের কেউ কেউ ভোট দিয়েছেন, কেউবা দেননি। নির্বাচন ও ভোট নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরছে দ্য রিপোর্ট।

রাজধানীর সূত্রাপুর এলাকার বাসিন্দা অভিনেতা এটিএম শামসুজ্জামান ভোটদান নিয়ে বলেন, ‘সকাল সকালই ভোট দিতে গিয়েছিলাম। পরিবারের সবাইকে নিয়ে ভোট দিয়ে এলাম। ভালোই লেগেছে।’

অভিনেতা ও প্রযোজক তারিক আনাম খান বলেন, ‘সকালেই আমি আর আমার ছেলে আরিক বনানী বিদ্যানিকেতনে গিয়ে ভোট দিয়ে এসেছি। ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা নিঃসন্দেহে কম। তবে যারা এসেছে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার বলেই আমি ভোট দিতে গিয়েছি। এভাবে ভোট দিতে আমার খুব খারাপ লেগেছে। আমি আসলে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে। ভোট দিতে গিয়ে কোন প্রার্থী দাঁড়িয়েছে, তার কী বৃত্তান্ত তা দেখিনি। নাগরিক হিসেবেই গিয়েছি।’

চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ বলেন, ‘আমি ধানমণ্ডিতে থাকি। আমার এলাকায় ভোট নেই। আর আওয়ামী লীগ তো আগেই ১৫৩ আসনে জিতে গেছে। নির্বাচন তো লোক দেখানো। সাংবিধানিক প্রক্রিয়া।’

অভিনেতা ও পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘আমার বাসা শ্যামলী। আমার এলাকায় ভোট নেই। প্রার্থী আগেই নির্বাচিত।’

অভিনেত্রী নিপুন বলেন, ‘আমি ভোট দিতে যাব কি? আমি আসলে এদেশের ভোটার না। যুক্তরাষ্ট্রের ভোটার।’

অভিনেতা প্রাণ রায় বলেন, ‘আমি পরিবাগে থাকি। আমার এলাকার প্রার্থী আগেই নির্বাচিত। ভোট দিতে যেতে পারিনি। খারাপ লাগছে। কী আর করা। কপালে নেই। তবে কিছুদিন পরে আবার ভোটগ্রহণ হবে। এটা জানা কথা।’

অভিনেত্রী শারমিন জোহা শশী বলেন, ‘আমি এখন কক্সবাজারে। বিশদিন ধরে এখানে একটার পর একটা নাটকে শুটিং করে যাচ্ছি। আমার ভোটকেন্দ্র রাজধানীর মনিপুরীপাড়ায়। কক্সবাজারে থাকার দরুণ ভোট দিতে পারছি না। আর ঢাকায় থাকলেও যেতে পারতাম কী না সন্দেহ। দেশের যা অবস্থা!’

মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘ভোট দিতে যাইনি। কারণ ইচ্ছে করেনি। আমার এলাকা মিরপুরের পল্লবীতে কে দাঁড়িয়েছে, তাও জানি না।’

মডেল ও অভিনেত্রী আফসান আরা বিন্দু বলেন, ‘কিসের ভোট? এখানে তো আগেই প্রার্থী নির্বাচিত। আমি আসলে টেনশনে আছি আমার বাবাকে নিয়ে। বাবা সরকারি ব্যাংকের কর্মকর্তা। মিরপুর ১৩ নম্বরের এক ভোটকেন্দ্রের দায়িত্বে আছেন।’

মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি বলেন, ‘আমি ভোট দেই না। যে সব প্রার্থী দাঁড়িয়েছে, তাদের পছন্দ করি না। ফটোশুট নিয়েই ব্যস্ত আছি।’

মডেল ও অভিনেত্রী আইরিন বলেন, ‘ভোট দিতে যাইনি। একে তো নিরাপত্তার অভাব, তার ওপর দেশের যা খারাপ অবস্থা, তাতে ভোট দিতে যেতে ইচ্ছে করেনি।’

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর