thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফের পেছালো লিগ

২০১৪ জানুয়ারি ০৫ ২০:১৩:০০
ফের পেছালো লিগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতায় এর আগে ৩ দিন বন্ধ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। একই কারণে আবারও ২ দিন লিগ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

দ্বিতীয় রাউন্ডে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ সোমবারের পরিবর্তে বুধবার অনুষ্ঠিত হবে। রবিবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পিআরও আহসান আহমেদ অমিত। বাফুফের পিআরও বলেছেন, ‘চলমান রাজনৈতিক অস্থিরতায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় লিগের খেলা ২ দিন পেছানো হয়েছে। বুধবার থেকে ফের শুরু হবে লিগের খেলা।’

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তার ব্যক্তিগত মোবাইলফোন বন্ধ ছিল। যোগাযোগ করা সম্ভব হয়নি বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সঙ্গে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইলফোন রিসিভ করেননি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এসএ/জানুয়ানির ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর