thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ইতিহাসের একটি কলঙ্কজনক দিন : কাজী জাফর

২০১৪ জানুয়ারি ০৫ ২০:৪২:৪০
ইতিহাসের একটি কলঙ্কজনক দিন : কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিন। এ দিন শাসক দল একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠানের অপপ্রয়াস করেছিল। কিন্তু দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করেছে।

জাতীয় পার্টির চেয়রম্যান (জাফর-মসীহ) কাজী জাফর আহমদ ও মহাসচিব গোলাম মসীহ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন।

কাজী জাফর ও গোলাম মসীহ বলেন, জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়নি। ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। সচেতন জনগণের এই ইতিহাস সৃষ্টিকারী ভূমিকার জন্য তাদের প্রাণঢালা অভিন্দন ও সালাম জানাই।

তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। প্রহসনের এই নির্বাচনকে সম্পূর্ণভাবে বাতিল করে দশম জাতীয় সংসদ নির্বাচন পুনরায় অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশ রক্তাক্ত গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে।

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর