thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাজধানীতে ৬৫টি পেট্রোলবোমা ও বিস্ফোরকসহ আটক ২

২০১৪ জানুয়ারি ০৬ ০৯:৪৯:৩৬
রাজধানীতে ৬৫টি পেট্রোলবোমা ও বিস্ফোরকসহ আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগের মুনসুরাবাদ ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আধা কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মুরাদ (২৩), ও শহিদ (২০) নামে দুজনকে আটক করেছে র‌্যাব-২।

সোমবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের-২ এর পরিচালক এটিএম হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপারেশন অফিসার রায়হান উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে হাজারীবাগ মুনসুরাবাদ ও রায়ের বাজার এলাকা থেকে ৬৫ বোতল পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব-২। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুরাদ ও শহিদ নামে দুজনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চালানো পৃথক অভিযানে পেট্রোলবোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমসি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর