thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চীনের মসজিদে পদদলিত হয়ে নিহত ১৪

২০১৪ জানুয়ারি ০৬ ১০:৪৩:০১
চীনের মসজিদে পদদলিত হয়ে নিহত ১৪

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের উত্তর-পশ্চিম অঞ্চলের নিংজিয়া প্রদেশের একটি মসজিদে পদদলিত হয়ে কমপক্ষে ১৪ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। খবর আল জাজিরার।

রবিবার দুপুরের দিকে প্রদেশটির এক প্রয়াত নেতার স্মরণ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগমে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদটিতে দুপুরের খাবার হিসেবে উপস্থিত মানুষের মধ্যে দেশটির ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

জিয়ান প্রদেশের ৩২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জিজি শহরের ওই মসজিদে পদদলিত হয়ে হতাহতের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

চীনের নিংজিয়া প্রদেশে মূলত চীনা ভাষায় হুই সম্প্রদায়ের লোক বাস করেন যাদের বেশিরভাগই মুসলমান।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর