thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

১০ ঘণ্টা পর নিজ কার্যালয়ে ফিরলেন সিইসি

২০১৪ জানুয়ারি ০৬ ১২:১৪:৪২
১০ ঘণ্টা পর নিজ কার্যালয়ে ফিরলেন সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১০ ঘণ্টা পর নিজ কার্যালয়ে ফিরলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। রবিবার রাত আড়াইটায় নির্বাচনের ফল ঘোষণা না করেই নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করেছিলেন তিনি।

পুলিশি পাহারায় সোমবার সকাল সোয়া ১১টায় নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি। দুপুর ২টার মধ্যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তার প্রেস ব্রিফিং করার কথা রয়েছে বলে জানা গেছে।

এদিকে সকাল থেকেই নির্বাচন কমিশন সচিবালয় যেন এক ভাঙ্গা হাটে পরিণত হয়েছে। রবিবারের সেই সাজ সাজ ভাব আর নেই। ভোরবেলা থেকেই খুলে ফেলা শুরু হয়েছে নির্বাচনের ফলাফল সংগ্রহের জন্য মিডিয়াকর্মীদের বসার জায়গাগুলো। পুলিশের কয়েকটি গাড়ি ছাড়া মিডিয়াকর্মীদের উপস্থিতিও খুব কম।

(দ্য রিপোর্ট/এআই/এমসি/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর