thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সিরিয়ায় ২’শ বিদ্রোহীর আত্মসমর্পণ

২০১৪ জানুয়ারি ০৬ ১২:৩৭:৪২
সিরিয়ায় ২’শ বিদ্রোহীর আত্মসমর্পণ

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে একটি শহরে রবিবার কমপক্ষে ২’শ বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এনডিটিভির।

দামেস্কের উত্তরে বারজেহ শহরে আত্মসমর্পণকারী এ সব বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি ও আল-কায়দা্ সম্পৃক্ত নুসারা ফ্রন্টের সদস্য। সরকারি বাহিনী এ সব বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে কী কারণে এত বিপুল সংখ্যক বিদ্রোহী আত্মসমর্পণ করছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহীদের তিন বছর ধরে যুদ্ধ চলছে। এ দিকে আন্তার্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে চলতি মাসে জেনেভায় দ্বিতীয়বারের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর