thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যাত্রাবাড়ীতে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ০৬ ১২:৫৩:০৯
যাত্রাবাড়ীতে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকার ইসলামিয়া জেনারেল হাসপাতালের সামনে মিছিল বের করে তারা। এ সময় মিছিল থেকে ৫/৬ টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করে। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, শিবির কর্মীরা নাশকতার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/ এমডি/ জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর