thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইসরায়েলে হাজার হাজার অভিবাসীর বিক্ষোভ

২০১৪ জানুয়ারি ০৬ ১৩:১৬:৫৮
ইসরায়েলে হাজার হাজার অভিবাসীর বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেলআবিবে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ করেছে দেশটির আফ্রিকান অভিবাসীরা। শরণার্থী হিসেবে ইসরায়েল সরকারের স্বীকৃতির দাবিতে ৩০ হাজারেরও বেশি বাস্তুহারা মানুষ এ বিক্ষোভে অংশ নেন। খবর আল জাজিরার।

তেলআবিব পুলিশের মুখপাত্র মাইকি রসেনফেল্ড জানান, রবিবারের বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ বিক্ষোভকারীই আফ্রিকা থেকে আসা আশ্রয় অনুসন্ধানী। তারা এ দেশে বসবাসের সুযোগের দাবিতে বিক্ষোভ করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া লোকদের মুখে স্লোগান ছিল- ‘আমরা সবাই শরণার্থী এবং আমরা স্বাধীনতা চাই, কারাগার চাই না।’

ইরাত্রিয়া থেকে আসা শরণার্থী দাউদ নামের এক বিক্ষোভকারী জানান, ‘ইসরায়েলের সরকার অবশ্যই আমাদের অনুরোধ রাখবে এবং আমাদের মানুষ হিসেবে স্বীকৃতি দেবে।’

ইসরায়েলে বর্তমানে প্রায় ৬০ হাজার আফ্রিকান শরণার্থী রয়েছে, যাদের বেশিরভাগই এসেছে ইরাত্রিয়া ও সুদান থেকে।

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর