thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সৈকতে আটকা পড়ল ৩৯ তিমি

২০১৪ জানুয়ারি ০৬ ১৩:২১:৪০
সৈকতে আটকা পড়ল ৩৯ তিমি

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের একটি দূরবর্তী সমুদ্র সৈকতে আটকা পড়ে প্রাণ হারাল ৩৯টি তিমি। জোয়ারের সময় উপকূলে আসা এ সব তিমি জোয়ার শেষে পানি কমে গেলে সৈকতে আটকা পড়ে। খবর আল জাজিরার।

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে গোল্ডেন উপসাগরের উপকূল এলাকার সমুদ্র সৈকতে সোমবার এ সব তিমির মৃতদেহ দেখতে পাওয়া যায় বলে জানান দেশটির সামুদ্রিক প্রাণী সংরক্ষণ কর্মকর্তা। রবিবার সকালের দিকে তিমিগুলো সৈকতে আটকা পড়ে বলেও জানান তিনি।

জন মেসন নামের ওই কর্মকর্তা জানান, এটা খুবই দুর্ভাগ্যজনক। সময় মতো খোঁজ পেলে তাদের উদ্ধার করা সম্ভব হতো।

দেশটির প্রাণী সংরক্ষণ অধিদফতর জানায়, প্রাণী সংরক্ষকরা তিমিগুলোকে সৈকতে আটক পড়তে দেখতে পেলেও তাদের উদ্ধার করার মতো সামর্থ্য তাদের ছিল না।

আটকা পড়া তিমির মধ্যে ১২টি প্রাকৃতিকভাবে মারা গেলেও বাকিগুলোকে প্রাণী রক্ষাকারী কর্মীরা উদ্ধার করতে ব্যর্থ হয়ে ইউথানাইসড করেন।

নিউজিল্যান্ডের গোল্ডেন উপসাগরের সমুদ্র সৈকতে তিমিদের আটকা পড়া একটি সচরাচর ঘটনা। তবে এর আগে কখনই একসঙ্গে এত সংখ্যক তিমি আটকা পড়েনি। গবেষকরা এখনো নির্দিষ্ট করে বলতে পারেননি যে, কেন তিমিগুলো দল বেঁধে ওই উপকূলে আসে।

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/এমডি/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর