thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

‘আসল থাকলে ভোট জাল হবে’

২০১৪ জানুয়ারি ০৬ ১৩:৩১:২৫
‘আসল থাকলে ভোট জাল হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আসল ভোট থাকলে ভোট জাল হবে না? এইটা আপনারা কই পাইলেন।’ সোমবার সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ নির্বাচন নীতি-আদর্শের নির্বাচন। মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে কোনো আপস নেই। নতুন নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ, নতুন সরকার পথ চলবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নির্বাচনই। জনগণ জীবনবাজি রেখে ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি কিছু কম ছিল কিন্তু মানুষ নির্বাচন বর্জন করেনি।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি যদি নির্বাচনের পরও ন্যায্য দাবি নিয়ে আলোচনা করতে চায় তাহলেও কোনো সমস্যা নেই।’ বিরোধী দলের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আন্দোলন নিয়ে আপনারা আত্মসমালোচনায় বসুন। দেখুন আপনারা লাভবান হয়েছেন নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

তিনি বিরোধী দলকে উদ্দেশ করে আরও বলেন, ‘জেদের বসে গণতন্ত্রকে নস্যাৎ করবেন না।’

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিকে/এমসি/এমডি/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর