thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

মাদারীপুরে মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৬ ১৩:৩৩:৫৭
মাদারীপুরে মৃতদেহ উদ্ধার

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের বাদল বেপারি (৪৫) নিখোঁজ হওয়ার ৫ দিন পর মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার সকাল ১০টায় মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে বাদল নিখোঁজ হন। বিসিক শিল্পনগরীর পাশে আড়িয়াল খাঁ নদী তীরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বাদলের পরিবারের লোকজন শনাক্ত করলে পুলিশ মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, বাদল বিভিন্ন এলাকায় পাগলামি করে বেড়াত। রাস্তাঘাটে যা পেত তাই পকেটে করে নিয়ে ঘুরে বেড়াত ও নদীর ঘাটে গিয়ে পানিতে ভাসিয়ে দিত। পরিবারের লোকজন কোনো অভিযোগ করেননি। তাই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসজে/এফএস/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর