thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এফএ কাপ থেকে ম্যানইউর বিদায়

২০১৪ জানুয়ারি ০৬ ১৪:৩৭:১৭
এফএ কাপ থেকে ম্যানইউর বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক : এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে ডেভিড মোয়েসের দল।

নিজেদের মাঠে ইনজুরির জন্য খেলতে পারেননি ফরোয়ার্ড ওয়েন রুনি ও রবিন ফন পার্সি। তাদের ছাড়াই একাদশ সাজাতে হয়েছে কোচ মোয়েসকে। তাদের পরিবর্তে ম্যানইউ বস আক্রমণভাগের দায়িত্ব দিয়ে ছিলেন ড্যানি ওয়েল ব্যাক ও চিচারিতোকে।

না, কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি তারা। শুরুটাও বাজে হয়েছে স্বাগতিকদের। খেলার ১২ মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। গোল করেছেন সোয়ানসির রাউটলেজ। যদিও ৪ মিনিট পর দলকে সমতায় ফিরিয়েছেন হ্যাভিয়ের হার্নান্দেজ। তবে প্রথমার্ধের ছন্দ ধরে রাখতে পারেনি ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে তাদের জালে এক বার বল পাঠিয়েই বাজিমাত করেছে সফরকারী সোয়ানসি। খেলার অন্তিম মুহূর্তে গোল করে বিজয়ের হাসি হেসেছে তারা। গোল করেছেন বনি (৯০ মিনিট)।

শুধু প্রতিযোগিতা থেকে বিদায়ই নয়; ৮০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছিল ম্যানইউ। সরাসরি লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেছেন ফ্যাবিও।

ম্যানইউ হারলেও চেলসি ২-০ গোলে ডার্বি কাউন্টিকে এবং লিভারপুল একই ব্যবধানে হারিয়েছে ওলধাম অ্যাথলেটিককে।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর