thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আফগানিস্তানের নির্বাচনে ৩ লাখ পর্যবেক্ষক

২০১৪ জানুয়ারি ০৬ ১৫:৩২:১৮
আফগানিস্তানের নির্বাচনে ৩ লাখ পর্যবেক্ষক

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানে নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় ৩ লাখ পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে দেশটির নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার দেশটির একটি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

আগামী ৫ এপ্রিল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

খবরে বলা হয়, রবিবার আফগানিস্তানের নির্বাচন কমিশনের মুখপাত্র নূর মোহাম্মদ নূর বলেন, ‘আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশি ও বিদেশি ৩ লাখেরও বেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।’

তিনি জানান, আফগানিস্তানের নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও সার্কের পক্ষ থেকেও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই মুখপাত্র আরও জানান, ১২০টি স্থানীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর পক্ষ থেকে ইতোমধ্যেই ১ হাজার ৪০০ প্রতিনিধিকে তালিকাবদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে আফগানিস্তানে ২ কোটি ৭০ লাখ জনগণের মধ্যে ১ কোটি ২০ লাখ ভোটার রয়েছেন। তবে দেশটির স্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির কয়েকটি প্রত্যন্ত অঞ্চল ও যুদ্ধ কবলিত এলাকায় এখনও ভোটিং কার্ড পৌঁছেনি।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/এমএইচ/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর