thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

থিরিমান্নের পরিবর্তে কুসল

২০১৪ জানুয়ারি ০৬ ১৫:৩৬:৩১
থিরিমান্নের পরিবর্তে কুসল

দ্য রিপোর্ট ডেস্ক : ইনজুরির জন্য পাকিস্তানের বিপক্ষে বাকি টেস্টে খেলতে পারবেন না লাহিরু থিরিমান্নে। গোড়াড়িতে আঘাত পাওয়ায় মাঠের বাইরে চলে গেছেন তিনি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুসল পেরেরা।

এ ব্যাপারে শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাইকেল ডি জোয়েসা বলেছেন, ‘চিকিৎসার পরও যথাযথ উন্নতি না হওয়ায় থিরিমান্নেকে দেশে ফেরৎ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। তার পরিবর্তে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন কুসল।’

দেশের হয়ে ১৯টি ওয়ানডে ম্যাচ খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি কুসলের। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে দেখা যেতে পারে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে।

প্রথম টেস্টে ড্র করেছে ২ দল। আগামী ৮ জানুয়ারি দ্বিতীয় টেস্টে দুবাইতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

(দ্য রিপোর্ট/সিজি/এসএ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর