thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নির্বাচন প্রত্যাখ্যান ও হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল

২০১৪ জানুয়ারি ০৬ ১৫:৪১:৪৮
নির্বাচন প্রত্যাখ্যান ও হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে এবং সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মিছিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবন থেকে সোমবার দুপুরে মিছিল শুরু করেন ১৮ দলীয় জোট সমর্থক আইনজীবীরা। পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট মাজার গেইটের দিকে গেলে পুলিশ তা বন্ধ করে দেয়। এরপর আইনজীবীরা মিছিল নিয়ে আবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এসে সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রবিবারের নির্বাচন প্রহসন ও একদলীয় জোটের নির্বাচন। যে নির্বাচনে জনগণ অংশ নেয়নি, সেই নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, এ সরকার গণতন্ত্র ও সংবিধান হত্যা করেছে।

মিছিলে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ, মির্জা আল মাহমুদ, জামিল আখতার এলাহী, ব্যারিস্টার গোলাম নবী, ড. আরিফা জেসমিন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মাহফুজ উল্লাহ, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/এসএ/৬ জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর