thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চেন্নাই ওপেনের দ্বিতীয় শিরোপা ওয়ারিঙ্কার

২০১৪ জানুয়ারি ০৬ ১৬:১৮:২৮
চেন্নাই ওপেনের দ্বিতীয় শিরোপা ওয়ারিঙ্কার

দ্য রিপোর্ট ডেস্ক : চেন্নাই ওপেনের দ্বিতীয় শিরোপা জিতেছেন স্টানিসলাস ওয়ারিঙ্কা। প্রতিযোগিতার ফাইনালে তিনি হারিয়েছেন এদোউরাদ রজার-ভাসেলিনকে।

র‌্যাঙ্কিংয়ের ৮ নাম্বার তারকা এর আগে ২০১১ সালে এই টুর্নামেন্টের ট্রফি জিতেছিলেন। সবমিলে এটিপি বিশ্ব ট্যুরের ৫টি শিরোপা জিতেছেন তিনি।

ফাইনালে দেড় ঘণ্টার লড়াইয়ে প্রতিপক্ষ রজারকে হারিয়েছেন ওয়ারিঙ্কা। জিতেছেন ৭-৫ ও ৬-২ গেমে।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর