thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক

২০১৪ জানুয়ারি ০৬ ১৬:২৩:৩৯
নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সিদ্দিকা ফাজিল মাদ্রাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক জন নিহত ও একই পরিবারের তিন জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। নিহতের নাম আইনুল ইসলাম (৩০)। তিনি বগুড়ার কাহালু উপজেলার চিরকিদার গ্রামের আসাদের ছেলে।

আহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কাইমুল ইসলামের ছেলে মোস্তাক হোসেন (২৫), ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও কায়েম উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৩৬)। আহতরা সবাই একে অপরের মামাত-চাচাত ভাই।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক জানান, ওই চার জন গত কয়েক মাস থেকে এলাকার বিভিন্ন স্থানে সারাদিন বেলুনের ব্যবসা করে রাতে মাদ্রাসার একটি উঠানে থাকতেন। সোমবার সকাল ১০টার দিকে গ্যাসের সিলিন্ডার থেকে বেলুন ফোলাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় তারা আহত হন। এদের মধ্যে আইনুল ইসলামের দুই পা দেহ থেকে বিছিন্ন হয়ে যায়।

পত্নীতলা থানার ওসি আবুল কালাম দ্য রিপোর্টকে জানান, ঘটনার পর স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে পত্নীতলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএ/এএস/এএইচ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর