thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

গ্রহণযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান

২০১৪ জানুয়ারি ০৬ ১৬:৩৭:৩৭
গ্রহণযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম সংসদ নির্বাচন বাতিল করে নতুন করে গ্রহণযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমেদ।

মহাখালীতে নিজ বাসভবনে সোমবার দুপুরে ১৮ দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়ে ভোট দিতে যায়নি। অথচ সরকার এ নির্বাচনে জালভোটের মাধ্যমে জাতিকে কলঙ্কিত করেছে।’

জনগণ নির্বাচন বর্জন করেছে এমন দাবি করে অলি বলেন, ‘১৯৫৪ সাল থেকে আমি নির্বাচনের সঙ্গে জড়িত। বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় দুপুরের মধ্যে অধিকাংশ ভোট কাস্ট হয়। কিন্তু এবার নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী সকালের দিকে কম ভোট কাস্ট হয়েছে। কিন্তু দুপুরের পর দুই ঘণ্টায় কিভাবে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে?’ এমন প্রশ্ন রাখেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে কি প্রত্যাশা করছেন এমন প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, ‘নতুন বছরে, নতুন উদ্যমে, সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী নতুন করে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচনের ঘোষণা দেবেন এমনটা আশা করছি। অন্যথায় দেশে শান্তি আসবে না। তবে সে ক্ষেত্রে এই অগ্রহণযোগ্য নির্বাচন বাতিল করতে হবে।’

‘নির্বাচনে জালভোটের মাধ্যমে জাতিকে কলঙ্কিত করা হয়েছে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এর জন্য সরকার, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা দায়ী। আত্মমর্যাদা থাকলে বর্তমান নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত।’

খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে এমন অভিযোগ করে জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, তাকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। সরকার যাই বলুক তিনি গৃহবন্দি। তার নিরাপত্তার জন্য কি জলকামান, এতো র‌্যাব-পুলিশ লাগে?’

‘অবৈধ’ সরকারের সঙ্গে আলোচনা নয়- তারেক রহমানের বক্তব্যের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি যথার্থই বলেছেন। কারণ এখন পর্যন্ত আমরা নির্বাচন বাতিল বা আলোচনার জন্য কোনো আহ্বান দেখছি না। তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সরকারের পক্ষ থেকে পজিটিভ সিগন্যাল পেলে আন্দোলন এমনিতেই বন্ধ হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

(দ্য রির্পোট/এমএইচ/এমসি/এএইচ/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর