thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

রংপুরে শ্বাসরোধ করে হত্যা, আটক ১

২০১৪ জানুয়ারি ০৬ ১৭:০০:৩৩
রংপুরে শ্বাসরোধ করে হত্যা, আটক ১

রংপুর সংবাদদাতা : রংপুরে শ্বাসরোধ করে ফজলুল হক (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

জানা গেছে, রংপুর শহরের মাহিগঞ্জ কসাইটুলী এলাকায় সোমবার রাত ৩টার দিকে নিজ বাড়িতে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ার জের ধরে এই হত্যা করা হয়। হত্যার পর নিহতের লাশ ঘরের ভেতর রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্ট করে। এলাকাবাসী সকালে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ছেলে কাওছারকে (২২) আটক করেছে পুলিশ।

মাহিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ওলিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে।

জানা গেছে, নিহত ফজলুল হক তার প্রথম স্ত্রী মারা গেলে কুলসুমকে (৪২) বিয়ে করে। পরে কুলসুম শহরের কলেজ রোডের মুরগির খামার ব্যবসায়ী মন্টুর (৪৩) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামী ফজুলুল এতে বাধা দেয়। কুলসুম পলাতক রয়েছে। পুলিশ হত্যার কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে।

এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসএমজেএইচ/এমসি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর