thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পটুয়াখালী জেলা জামায়াতের আমীর গ্রেফতার

২০১৪ জানুয়ারি ০৬ ১৭:০১:৪৪
পটুয়াখালী জেলা জামায়াতের আমীর গ্রেফতার

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর প্রফেসর মো. শাহ আলমকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা পৌর শহরের নিজ বাসা থেকে সোমবার দুপুরে শাহ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর ও গলাচিপা থানায় নাশকতার পরিকল্পনাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

গলাচিপা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে শাহ আলমকে পরে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় লাঞ্ছিত ও আহত হয়েছেন ষাটোর্ধ এক ইউপি মেম্বার। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী আ খ ম জাহাঙ্গির হোসাইনের ভাগ্নে টিপুর নেতৃত্বে ৫-৬ জনের সন্ত্রাসী গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মেম্বার রবকে (৬০) বেদম প্রহার করে গুরুতর আহত করে। গাজী বাড়ির কাছে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় তাকে আহত ও লাঞ্ছিত করা হয়। থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান আহত রব।

(দ্য রিপোর্ট/কেবিডি/এমএআর/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর