thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের ঘোষণা প্রধানমন্ত্রীর

২০১৪ জানুয়ারি ০৬ ১৭:০৭:০৫
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন পরবর্তী সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। আমরা বই দেই আর বিরোধী দল স্কুল পোড়ায়। সব ঘটনার বিচার হবে।’

শুক্রবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত সারাদেশে ভোটকন্দ্র হিসেবে ব্যবহৃত দেড়শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ার-টেবিল-বেঞ্চসহ বিভিন্ন মূল্যবান জিনিস ও কাগজপত্র পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর