thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

টাঙ্গাইলে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ১০

২০১৪ জানুয়ারি ০৬ ১৭:১১:২৬
টাঙ্গাইলে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ১০

টাঙ্গাইল সংবাদদাতা : নির্বাচন পরবর্তী সহিংসতায় টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএনপিকর্মী জলিলকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়াও বিএনপি সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া বাজারে চায়ের দোকানে বিএনপিকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভোট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হয়।

সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকরা ভুটিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম লেবু মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা ওই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর