thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৯

২০১৪ জানুয়ারি ০৬ ১৭:১৬:২৮
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৯

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার এজেন্সিতে একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে। খবর বিবিসি ও ডননিউজের।

আফগানিস্তান সীমান্ত সংলগ্ন রাজ্যটির তিরাহ ভ্যালিতে এ ঘটনা ঘটে। ওই অঞ্চলে তালেবানদের সঙ্গে সরকারি বাহিনীর নিয়মিত সংঘর্ষ ঘটে থাকে।

নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ধরন নিয়ে তারা অনুসন্ধান চালাচ্ছেন।

ফ্রান্সভিত্তিক প্রেস নিউজ এজেন্সিকে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাসির খান বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী তিন শিশুসহ অন্তত ১০ জন নিহতের সংবাদ নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও নয়জন আহত হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর