thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘যতটুকু ভোট দিয়েছেন ততটুকুই যথেষ্ট’

২০১৪ জানুয়ারি ০৬ ১৭:৫৩:৫২
‘যতটুকু ভোট দিয়েছেন ততটুকুই যথেষ্ট’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে যতটুকু ভোট দিয়েছেন ততটুকুই যথেষ্ট। জনগণ সব বাধা উপেক্ষা করে যে ভোট দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট।’

গণভবনে সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিপক্ষ শক্তি বর্জন করেছে। বিরোধী দলের দেওয়া অগণতান্ত্রিক আন্দোলন প্রত্যাখ্যান করেছে দেশবাসী। বিরোধীদলীয় নেত্রী চেয়েছিলেন যাতে একজনও ভোটকেন্দ্রে না যায়। মানুষ তার ডাকে সাড়া দেয়নি।’ জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেওয়ায় বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ ও মহাজোটের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ সময় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/আরকে/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর