thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পেছাল জাবির নতুন বর্ষের ভর্তি পরীক্ষা

২০১৩ অক্টোবর ২৮ ১৯:২৯:৫৭
পেছাল জাবির নতুন বর্ষের ভর্তি পরীক্ষা

দিরিপোর্ট২৪ জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচি পেছাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বাড়ানো হয়েছে ভর্তি পরীক্ষার রেজিস্ট্র্রেশনের সময়সীমা।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রেজিস্ট্রেশনের সময়সীমা ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির একটি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, টেলিটক মোবাইল ফোনে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া এসএমএস করার নিয়মাবলীসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের www.juniv.edu/admission ওয়েবসাইট থেকে জানা যাবে।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দিরিপোর্ট২৪কে জানান, দেশব্যাপী চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও হরতালের কারণে ভর্তি পরীক্ষার সময় পেছানো হয়েছে।

(দিরিপোর্ট২৪/শুভ/আইজেকে/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর