thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রে মাহিয়ান

২০১৪ জানুয়ারি ০৬ ১৮:২৯:১৯
‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রে মাহিয়ান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরার মন্দিরা শুটিং হাউসে মাহিয়ান চৌধুরী অভিনীত ও প্রযোজিত ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের শুটিং চলছে। কাজল কুমার পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং দেখে এসে প্রতিবেদনটি দ্য রিপোর্টের পাঠকদের কাছে তুলে ধরা হল।

শুটিং স্পটে চিৎকার-চেচামেচি। আর তা যদি হয় চলচ্চিত্রের শুটিং। তবে কোন কথাই নেই। একদিকে সেট সাজানো হচ্ছে, অন্যদিকে চিত্রনায়ক জয় বসে আছেন। বললেন, ‘অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রে আমি একজন আর্কিটেক্ট। দেশের বাইরে থাকতাম। দেশের জন্য কিছু একটা করতে চাই। নায়িকা মাহিয়ানের সঙ্গে আমার অদ্ভুত সম্পর্ক। দর্শকরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না।’

এরপরেই পরিচালক কাজল কুমার তার চলচ্চিত্রের নায়ককে দৃশ্য ধারনের জন্য ডাকলেন। খোঁজ নিয়ে জানা গেল, চলচ্চিত্রটির নায়িকা ও প্রযোজক মাহিয়ান চৌধুরী মেক-আপ নিচ্ছেন।

পরিচালকের নির্দেশে চিত্রগ্রাহক পানির দৃশ্য ধারন শুরু করলেন। ইলিয়াস কোবরা, জয়, কমেডিয়ান শাহিন, নবাগতা তানিনের সঙ্গে আরও দুজন জুনিয়র আর্টিস্ট ছিলেন। জানা গেল, এই দুইজন জুনিয়র আর্টিস্ট একটি মাত্র দৃশ্যে অভিনয় করার জন্য এসেছেন। শট শেষে স্থিরচিত্রগ্রাহক আইয়ুব সবাইকে দাঁড় করিয়ে ছবি তুললেন।

আব্দুল্লাহ জহির বাবুর সংলাপে চলচ্চিত্রটির ৫০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। ২০১৩ সালের ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং।

এর মধ্যে মাহিয়ানের মেক-আপ নেওয়া শেষ হয়েছে। তার সঙ্গে দেখা হল মেক-আপ রুমেই। এফ এ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের অভিনেত্রী ও প্রযোজক মাহিয়ান চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রটির মূল ভাবনা আমার। এতে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার বাবা-মা নেই। একা বিশাল সম্পত্তি সামলাতে হয়। তাই আমি একটু মুড নিয়ে থাকি। সবসময় নায়ককে দূর থেকে ভালোবাসি। তার স্বপ্নপূরণ করাই আমার নিজের স্বপ্ন। হঠাৎ সবকিছু উল্টো-পাল্টো হয়ে যায়। তারপরের ঘটনা দর্শকদের হলে গিয়ে জানতে হবে।’

কেন প্রযোজনায় এলেন, এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন চলচ্চিত্রের সব থিম একই মনে হচ্ছে। আমি নতুন থিমে কাজ করতে চাই। আমি যদি শুধু অভিনেত্রী হিসেবে কাজ করি, তবে আমার থিম প্রতিষ্ঠিত করতে পারব না। তাই প্রযোজনায় চলে এলাম। ব্যতিক্রম কিছু করতে চাই।’

সুদীপ কুমার দীপের কথায় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, বেবী নাজনীন, এস আই টুটুল ও কণা।

চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা নিয়ে প্রযোজক আরও বলেন, ‘দৃশ্যের কাজ শেষ হয়ে গেলে গানগুলোর শুটিং করব কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানের মনোরোম লোকেশনে। এরপর সিদ্ধান্ত নেব, কবে মুক্তি দেব। তবে এই অসুস্থ পরিস্থিতিতে মুক্তি দিতে চাই না। দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর দেখা যাবে।’

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর