thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

অগ্রিম টি.টি’র বিপরীতে নগদ সহায়তা দিতে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ

২০১৪ জানুয়ারি ০৬ ১৮:৩৮:১৬
অগ্রিম টি.টি’র বিপরীতে নগদ সহায়তা দিতে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ

আমজাদ হোসেন, দ্য রিপোর্ট প্রতিবেদক : তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে অগ্রিম টেলিগ্রাফিক টান্সফার(টি.টি) এর বিপরীতে নগদ সহায়তা দিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সুপারিশ করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুপারিশ করা হয়েছে।

সূত্র জানায়, তৈরি পোশাক খাতে প্রণোদনা চেয়ে ১১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিজিএমইএ। এরপর ১৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অগ্রিম টি.টি’র বিপরীতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিশ্লেষক ড.নারায়ণ চন্দ্র সিংহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বস্ত্র খাতের ওভেন, নিটিং ও টাওয়েল এর জন্য অগ্রিম টি.টি’র বিপরীতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত শর্তাদির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতের সকল প্রতিষ্ঠানের জন্য রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদের হার ১ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৫ ডিসেম্বর এফবিসিসিআই, বিজিএমই, বিকেএমই ও বিটিএমই-এর নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এএইচ/ডব্লিউএন/সা/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর