thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

খালেদা জিয়ার বাসায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

২০১৪ জানুয়ারি ০৬ ১৮:৫৮:৫৫
খালেদা জিয়ার বাসায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় প্রবেশ করেছেন নিউ ইয়র্ক টাইমস-এর সাংবাদিক এলেন বেরি।

এলেন বেরি নিউ ইয়র্ক টাইমস-এর দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ও পলিটিক্যাল এডিটর। তিনি সোমবার রাত ৮টা ২০ মিনেটে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। ঠিক একই সময় বের হয়ে যান জার্মান রাষ্ট্রদূত। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ এ সময় উপস্থিত আছেন।

এর আগে, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর