thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

স্কি করতে গিয়ে আহত ম্যার্কেল

২০১৪ জানুয়ারি ০৬ ১৯:১২:০৩
স্কি করতে গিয়ে আহত ম্যার্কেল

দ্য রিপোর্ট ডেস্ক : অবকাশ যাপনের জন্য সুইজারল্যান্ডে গিয়ে বরফে স্কি করার সময় আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল। এতে তার মেরুদণ্ডের নিচের অংশে চিড় ধরেছে বলে জানিয়েছেন ম্যার্কেলের মুখপাত্র। খবর বিবিসির।

ম্যার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট জানান, আগামী তিন সপ্তাহ তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। এ সময়ে তার সকল সাক্ষাত বাতিল করা হযেছে।

তিনি জানান, আঘাত পাওয়ার সময় ম্যার্কেল জোরে স্কি করতে ছিলেন না। তারপরও তার

মেরুদণ্ডের নিচে ও নিতম্বের মাঝখানের হাড়ের বামপাশে চিড় ধরেছে।

স্টিফেন জানান, গত ডিসেম্বরে ক্রিসমাসের ছুটি কাটাতে সুইজারল্যান্ড যান ম্যার্কেল। সেখানে তিনি স্কি করার সময় আঘাত পান। তখন তিনি হাড়ে আঘাতের বিষয়টি বুঝতে পারেননি। গত শুক্রবার এক ডাক্তারি পরীক্ষায় তার হাড়ে এ চিড়ের বিষয়টি ধরা পরে।

বর্তমানে স্ক্রাচে ভর দিয়ে হাঁটলেও বুধবার কেবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন টানা তৃতীয়বারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হওয়া ম্যার্কেল।

কিছুদিন আগেই ফর্মুলা ওয়ানের কিংবদন্তি তারকা জার্মান নাগরিক মাইকেল শুমাখার ফ্রান্সে স্কি করতে গিয়ে মারাত্মক আহত হন। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

(দ্য রিপোর্ট/এসকে/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর