thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

নির্বাচন পরবর্তী সহিংসতা

ঠাকুরগাঁওয়ে শতাধিক সংখ্যালঘু পরিবার বাড়িছাড়া

২০১৪ জানুয়ারি ০৬ ১৯:৪৬:৪৯
ঠাকুরগাঁওয়ে শতাধিক সংখ্যালঘু পরিবার বাড়িছাড়া

ঠাকুরগাঁও সংবাদদাতা : নির্বাচনের জের ধরে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর দুর্বৃত্তদের হামলায় ১০ জনের অধিক আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর প্রাণভয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক পরিবারের সদস্যরা প্রাণের ভয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

রবিবার দশম জাতীয় নির্বাচনের রাতে সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রায় দেড়শ পরিবারের ওপর নির্বাচন বিরোধীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া সন্ত্রাসীরা তাদের ৫০টি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। ওই বাজারে অবস্থিত কালিমন্দির ও বিগ্রহ ভাঙচুর করে তারা।

রবিবার রাতেই প্রাণভয়ে গ্রামসহ আশপাশের ৭-৮টি গ্রামের শত শত হিন্দু নারী-পুরুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছে। অনেকে আবার স্থানীয় একটি মন্দিরে ঠাঁই নিয়েছে।

এ খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে যৌথবাহিনীর পাহারা বসানো হয়েছে। সোমবার দুপুরে সাবেক খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, লে. কর্নেল শামসুল আরেফিন, পুলিশ সুপার ফয়সল মাহমুদ ও ঠাকুরগাঁও ৩০বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামাল আহম্মেদ ওই গ্রাম পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, গ্রামবাসীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এপি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর