thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

‘এরশাদ তো নির্বাচনই করেননি, পরাজিত হলেন কীভাবে’

২০১৪ জানুয়ারি ০৬ ২০:১৪:০০
‘এরশাদ তো নির্বাচনই করেননি, পরাজিত হলেন কীভাবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনই করেননি, সেখানে তাকে কীভাবে পরাজিত দেখানো হল?’

হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সোমবার বিকেলে পুরান ঢাকার আমলিগোলায় লালবাগ থানা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন রাখেন।

মিলন বলেন, ‘অনেক আগেই এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আর সে কারণেই সিএমএইচে আটক রেখে তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। এ জন্য দেশের ৯০ ভাগ মানুষ এ প্রহসনের নির্বাচন বর্জন করেছে।’

তিনি বলেন, ‘সরকারের মিশন ব্যর্থ হয়েছে। এই একতরফা নির্বাচনে খোদ আওয়ামী লীগের সমর্থকেরাও ভোট দিতে আসেনি। তারাও নির্বাচন প্রত্যাখ্যান করেছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পার্টি ও এরশাদের ওপর অনেক অন্যায় করেছে আওয়ামী লীগ। জনগণ ভোট প্রত্যাখ্যান করে এর জবাব দিয়েছে।’

তিনি অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করে সব দলের অংশগ্রহণে পুনরায় নির্বাচন ও এরশাদের মুক্তির দাবি জানান।

থানা সভাপতি মীর আজগর আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- নগর জাপা নেতা মাসুম চৌধুরী, তারা বাবুল, ওয়াহেদুর রহমান ওয়াহিদ, ইসলাম উদ্দিন বাবুল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও কামাল আহমেদ।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/সা/জানুয়ারি ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর