thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাজধানীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, ভাঙচুর

২০১৪ জানুয়ারি ০৬ ২০:১৭:৫২
রাজধানীতে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, ভাঙচুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুর রায় সাহেব বাজার জনসন রোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহীন (২২) নামে কবি নজরুল কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

এ খবর শোনার পর ওই কলেজের ছাত্ররা দুটি বাস ভাঙচুর করে। এ ছাড়া তারা বিহঙ্গ পরিবহনের দুটি বাস ও মিরপুর ইউনাইটেড সার্ভিসের একটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে।

নিহতের বন্ধু ওয়াহিদুজ্জামান জানান, বাইসাইকেলে জনসন রোড দিয়ে যাওয়ার সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাসটি তাকে ধাক্কা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

ডিএমসি পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

ওয়াহিদুজ্জামান জানান, সে কাজী নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি সিদ্দিক বাজার মিকাশা সুজ দোকানের ম্যানেজার ছিল।

(দ্য রিপোর্ট/এসআর/এরআরএস/এমএআর/এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর