thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

আ’লীগ কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে : জামায়াত

২০১৪ জানুয়ারি ০৬ ২০:২২:৪৭
আ’লীগ কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে : জামায়াত

দ্য রিপোর্ট প্রতিবেদক : একদলীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগ কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘শতকরা ৯০ ভাগ মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো সরকারই দেশ চালাতে পারেনি, এ সরকারও পারবে না।’

এক বিবৃতিতে সোমবার রাতে ডা. শফিকুর রহমান এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জনগণ আওয়ামী লীগের একদলীয় প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। দেশের জনগণ নিজেদের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করে যাচ্ছে একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করে আবারও দেশের মানুষ প্রমাণ করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে।’

ডা. শফিক বলেন, ‘নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে জনগণের অংশগ্রহণ ছাড়াই ক্ষমতা আঁকড়ে থাকার অসাংবিধানিক, অনৈতিক ও অসৎ পন্থা অবলম্বন করেছে আওয়ামী লীগ। সরকার কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে গণমাধ্যমে প্রকাশিত চিত্র আড়াল করে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। এ সরকারের পেছনে জনগণের কোনো সমর্থন নেই। এ সরকার অবৈধ। এ সরকারের কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনার ও রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার। প্রজাতন্ত্রের কর্মচারীরা এ সরকারের আদেশ মানতে বাধ্য নন। এ অবৈধ সরকারের সব সিদ্ধান্ত বেআইনি, সংবিধান পরিপন্থী।’

নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে চরমভাবে হতাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ভোটারবিহীন নির্বাচনের পক্ষে যে সাফাই গেয়েছেন তা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মর্যাদাকে আরেকবার ভুলুণ্ঠিত করেছে।’

তিনি দেশবাসীকে সংবিধান, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ধৈর্য ও সহনশীলতার সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/সা/জানুয়ারি ০৬,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর