thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

একুশে টিভির গাড়ি লক্ষ্য করে ককটেল, আহত ২

২০১৪ জানুয়ারি ০৬ ২১:১৩:১২
একুশে টিভির গাড়ি লক্ষ্য করে ককটেল, আহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা একুশে টিভির ক্যামেরাম্যান জাকির হোসেন ও চালক সোবাহান হোসেন আহত হন।

মহাখালী ব্রিজের নিচে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে ১০-১২ জন মিছিল বের করে। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

আহত ক্যামেরাম্যান জাকির হোসেন জানান, মহাখালী ব্রিজের নিচে উপস্থিত হলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও জানান, গাড়ি থেকে লাফ দিয়ে বের হওয়ার সময় তারা দুজন আহত হন। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা শুনেছি। জড়িতদের ধরতে আমরা কাজ করছি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএআর/সা/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর