thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

দিনাজপুরে শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল বুধবার

২০১৪ জানুয়ারি ০৬ ২২:২৫:৫৯
দিনাজপুরে শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল বুধবার

দিনাজপুর সংবাদদাতা : নির্বাচনের দিন রবিবার আওয়ামী লীগের হামলায় দুই শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ৮ জানুয়ারি বুধবার দিনাজপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. সোহেল রানা জানান, রবিবার দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয় চার শিবিরকর্মী। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিবিরকর্মী সালাউদ্দিন ও আসাদুজ্জামান। ওই ঘটনার প্রতিবাদে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বুধবার দিনাজপুর জেলার ১৩ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

ছুরিকাঘাতে নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। উপজেলার ভিয়াইল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সোমবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সোবহান আলীর দুই পুত্রবধূর মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায় ওই ঝগড়ায় সোবহান আলীর দুই ছেলে আব্দুল মোমিন (৩০) ও নূর আলম (৩২) জড়িয়ে পড়েন। তাদের ঝগড়া থামাতে সোবহান আলীর বড়ভাই সায়মত আলীর ছেলে আবুল হোসেন (৩৪) এগিয়ে গেলে চাচাতো ভাই মোমিন ধারালো ছুরি দিয়ে আবুলের বুকে কোপ মারে। ঘটনাস্থলেই সে মারা যায়।

ওই ঘটনার পর মোমিনের পরিবারের সবাই পলাতক রয়েছেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান এ ব্যাপারে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর