thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ: কাজী জাফর

২০১৪ জানুয়ারি ০৬ ২৩:০৫:০০
প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ: কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে গোটা জাতি হতাশ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির ( জাফর-মসীহ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ। তিনি বলেন, ‘জনগণ যেভাবে আত্মত্যাগের মাধ্যমে প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ, প্রতিহত ও বয়কট করেছে তা উপলদ্ধি করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রহসনের নির্বাচনে নগণ্য সংখ্যক ভোটার ভোট প্রদান করেছেন। উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচনীকেন্দ্রে শূন্য ভোট প্রদান করার মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে জনগণ অনাস্থা জানিয়েছে।’

প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাজী জাফর এ দাবি করেন।

কাজী জাফর বলেন, ‘রাজনৈতিক দুরদর্শিতার অভাব শেখ হাসিনাকে ইতিহাস একজন একরোখা, প্রতিহিংসাপরায়ণ ও অপরিণামদর্শী শাসক হিসেবেই চিহ্নিত করবে। ভাবতে অবাক লাগে, এত মানুষের হত্যাকাণ্ডের পরও তিনি তাদের রুহের মাগফেরাত পর্যন্ত কামনা করেননি। শাসক দল এই তামাশার নির্বাচন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পায়নি। জাতীয় পার্টি চলমান আন্দোলনের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। জাতীয় পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই আন্দোলনের মাধ্যমে বিরোধী দল তথা জনগণের সংগ্রামী কাফেলা অবশ্যই বিজয় অর্জন করবে।’

(দ্য রিপোর্ট/সাআ/এসকে/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর