thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

অবরোধ ও হরতালে বেনাপোলে আমদানি পণ্য পরিবহন বন্ধ

২০১৪ জানুয়ারি ০৬ ২৩:০৭:১৩
অবরোধ ও হরতালে বেনাপোলে আমদানি পণ্য পরিবহন বন্ধ

বেনাপোল সংবাদদাতা : লাগাতার অবরোধ ও হরতালে অচলাবস্থার মধ্যে পড়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। ট্রাক চলাচল বন্ধ থাকায় আমদানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে কয়েকদিন ধরে। দূরপাল্লার বাস না থাকায় ভারত থেকে ফিরে আসা কয়েকশ’ পাসপোর্টধারী যাত্রীরাও গন্তব্যে ফিরতে না পেরে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারে আটকা পড়েছেন। সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।

অন্যদিকে অবরোধ ও হরতালে ট্রাক চলাচল না করায় আমদানিকারক ট্রান্সপোর্ট মালিকরা দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন করতে না পারায় বেনাপোল বন্দরে প্রায় ২ লাখ মেট্রিকটনেরও বেশি আমদানি পণ্য আটকে আছে। এর ফলে বন্দর অভ্যন্তরে ব্যাপক পণ্যজটের সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক হাজার ট্রাক পণ্য নিয়ে ওপারের বন্দরসহ আশেপাশের এলাকায় পার্কিং করে বসে আছে। বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন শুরু হলে ওপারের পণ্যজট কমে আসবে বলে জানান ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, নির্বাচন শেষে আমদানি-রফতানি বাণিজ্য কিছুটা স্বাভাবিক হওয়ার কথা থাকলেও সরকার ও বিরোধীদলের অচলাবস্থা নিরসন না হওয়ায় স্থলবন্দরে আগের মত অচলাবস্থা রয়েই গেছে। অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় বেনাপোল স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক ছাড়ছে না। কোনো ট্রাক পণ্য পরিবহন করতে রাজি হলেও সাধারণ ভাড়ার চেয়ে ৫ গুন বেশি ভাড়া দাবি করছে। এতে ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা পণ্য খালাস নিতে পারছে না।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর