thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বিবিসি সংলাপ

নতুন নির্বাচনের দাবি লে. জে. মাহবুবের

২০১৪ জানুয়ারি ০৬ ২৩:৪২:০৬
নতুন নির্বাচনের দাবি লে. জে. মাহবুবের

দ্য রিপোর্ট প্রতিবেদক : জনগণ ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এটা জনগণ মানেনি। জনগণ এটাকে দুঃস্বপ্ন হিসেবে ভুলে যেতে চায় দাবি করে ২৪ জানুয়ারির মধ্যে সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান।

রাজধানীর বিয়াম মিলনায়তনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিবিসি বাংলা সংলাপে প্যানেল আলোচনায় তিনি এ দাবি করেন।

এ সময় প্যানেলে অংশ নেওয়া অপর আলোচক বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা জনগণ এ নির্বাচনে ভোট দিতে পারিনি। যত দ্রুত সম্ভব আমরা নতুন নির্বাচন চাই। জাতির চাহিদা নতুন নির্বাচন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ পন্থী নীল দলের শিক্ষক মেসবাহ কামাল বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন বাস্তবতা। তবে এক্ষেত্রে সরকার ও বিরোধী দলকে সমান দায়িত্ব পালন করতে হবে।’

লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘৫ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তান, এমনকি ব্রিটিশ আমলেও এমন নির্বাচন হয়নি। ৯৬ সালের নির্বাচন যদি খারাপ হয়, ৫ জানুয়ারির নির্বাচন সবচেয়ে খারাপ। এই নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিকে সুদৃঢ় করেছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তবে তার আগে বেগম খালেদা জিয়াকে জামায়াত ও যুদ্ধাপরাধী যারা তার সঙ্গে আছেন তাদের ছাড়তে হবে। তাদের নিয়ে কোনো সংলাপ হবে না।’

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর