thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চট্টগ্রামে গাড়িতে আগুন, দুই চালক দগ্ধ

২০১৪ জানুয়ারি ০৭ ০০:০৭:৩৬
চট্টগ্রামে গাড়িতে আগুন, দুই চালক দগ্ধ

চট্টগ্রাম সংবাদদাতা : ১৮-দলীয় জোটের হরতালে সোমবার সারাদিন ঢিলেঢালা ভাব থাকলেও সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।

এসময় দুটি গাড়িতে আগুন দেয় হরতাল সমর্থকরা। এতে অগ্নিদগ্ধ হয়েছেন দুই চালক।

নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রউফ দ্য রিপোর্টকে রাত ১২টায় জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর পলিটেকনিক মোড়ের একটি লেগুনায় পেট্টোলবোমা নিক্ষেপ করে শিবিরকর্মীরা। এতে চালক মিতুল (২৭) অগ্নিদগ্ধ হন। এর আগে নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় একটি বাসে আগুন দেয় ছাত্রদল। এ ঘটনায় চালক নুরে আলম দগ্ধ হন।

নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার (গোয়েন্দা) দ্য রিপোর্টকে জানান, ছাত্রদলের কর্মীরা চান্দগাঁও এলাকায় রাতের আঁধারে গণ্ডগোলের চেষ্টা করে। পুলিশ পৌঁছলে তারা একটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় চালক নুরে আলম দগ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চমেকে বার্ন ইউনিটে কর্তব্যরত ডা. অজয় দাশ দ্য রিপোর্টকে জানান, মিতুলের শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে নুরুল আলমের শরীরের ১০ শতাংশ পুড়েছে। তিনি আপাতত আশঙ্কামুক্ত।

উপকমিশনার বাবুল আক্তার আরো জানান, রাতে আন্দরকিল্লা, মোমিন রোড়, একেখান, কাজির দেউরীতে দুর্বৃত্তরা ২০-২৫ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করেছে বলে দাবী তার।

(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর