thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কর্তন

২০১৪ জানুয়ারি ০৭ ০০:৩৩:০৮
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কর্তন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা শহরে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে সুমন আলী (২২) নামে এক ছাত্রলীগ কর্মীর দু’পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় দুটি বোমার বিস্ফোরণও ঘটায় তারা।

সুমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার রুহুল আমীনের ছেলে।

এলাকাবাসী ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, সোমবার রাত ১১টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড স্টাফ কোয়ার্টার এলাকা থেকে সুমন আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় এলাকাবাসী।

সুমন আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান নয়ন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই সুমন আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল।

(দ্য রিপোর্ট/আরআর/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর